অথৈ জলে পড়া বাগধারা অর্থ কি?
উত্তর: অথৈ জলে পড়া বাগধারা অর্থ হলো মস্ত বিপদে পড়া, ভীষণ বিপদে পড়া, দিশেহারা হওয়া।
উদাহরণ:
- হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।
- হঠাৎ চাকরি হারিয়ে আবিদ অথৈ জলে পড়েছে।
- এসএসসি পরীক্ষায় ফেল করে মনির অথৈ জলে পড়েছে।
আরো পড়ুন:
অদৃষ্টের পরিহাস বাগধারা অর্থ কি?