• আলাওলের পদ্মাবতী কোন ভাষা ও সাহিত্যের অনূদিত গ্রন্থ?

    আলাওলের পদ্মাবতী কোন ভাষা ও সাহিত্যের অনূদিত গ্রন্থ?

    প্রশ্ন: আলাওলের পদ্মাবতী কোন ভাষা ও সাহিত্যের অনূদিত গ্রন্থ? ক) সংস্কৃত খ) ফারসি গ) হিন্দি ঘ) আরবি উত্তর: গ) হিন্দি আলাওলের শ্রেষ্ঠ রচনা হলো পদ্মাবতী। তিনি পদ্মাবতী রচনা করেন ১৬৪৮ সালে। পদ্মাবতী কাব্যটি হিন্দি ভাষা থেকে অনুবাদ করেন তিনি। মূল কাব্যটি হিন্দি ভাষায় লেখা-মালিক মোহাম্মদ জায়সীর – পদ্মাবৎ।

x