• দ্বিপদ নামকরণ কি/কাকে বলে? কিছু উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম জেনে নিন?

    দ্বিপদ নামকরণ কি/কাকে বলে? কিছু উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম জেনে নিন?

    বিশ্বজুড়ে বিজ্ঞানীরা জীবের নামকরণের জন্য একটি সাধারণ ব্যবস্থা ব্যবহার করেন, এই ব্যবস্থাটি দ্বিপদী নামকরণ হিসাবে পরিচিত। এই দ্বিপদ নামকরণ ব্যবস্থায় দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি। জেনাস নাম এবং প্রজাতির নাম হিসাবে পরিচিত। যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens. একত্রে জীবের জেনোসের নাম ও প্রজাতির নামকে বৈজ্ঞানিক নাম বলা হয়। বৈজ্ঞানিক…

x