• কুমিরকে সরীসৃপ বলা হয় কেন?

    কুমিরকে সরীসৃপ বলা হয় কেন?

    কুমির বুকে ভর করে চলাচল করে। কুমিরের ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত  থাকে। কুমিরের চার পায়েই পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে। অর্থাৎ সরীসৃপ শ্রেণির সকল বৈশিষ্ট্য কুমিরের সাথে সাদৃশ্যূর্ণ/বিদ্যমান হওয়াই তাকে সরীসৃপ বলা হয়। সরীসৃপ শ্রেণীর কিছু প্রাণীর নাম যথা; টিকটিকি সাপ কুমির টুয়াটারা কাউঠা কাছিম সরীসৃপ প্রাণীগুলো হলো Reptilia শ্রেণীর মেরুদন্ডী প্রাণীর।

x