• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?

    রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?

    রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, ১২৮১ বঙ্গাব্দ। হিন্দু মেলার উপহার কবিতার কিছুটা অংশ দেওয়া হলোঃ ১ হিমাদ্রি শিখরে শিলাসন’পরি, গান ব্যাসঋষি বীণা হাতে করি — কাঁপায়ে পর্বত শিখর কানন, কাঁপায়ে নীহারশীতল বায়। ২ স্তব্ধ শিখর স্তব্ধ তরুলতা, স্তব্ধ মহীরূহ নড়েনাকো পাতা। বিহগ নিচয় নিস্তব্ধ অচল; নীরবে নির্ঝর বহিয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা…

x