-
বাণিজ্য কাকে বলে?
সহজ ভাষায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় ও বণ্টন সংক্রান্ত কাজকেই বাণিজ্য বলে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনকারী হতে পন্যদ্রবা বা পরিষেবা ভোক্তর নিকট বণ্টন বা বণ্টন সহায়ক কার্যাবলিকে বাণিজ্য বলে। শিল্পে উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ জনগন বা প্রকৃত ভোক্তর নিকট পৌঁছানো সম্ভব হয় না। তই প্রকৃত ভোক্তর নিকট পণ্যদ্রব্য বা সেবাকর্ম পৌঁছানোর জন্য বাণিজ্যের…