ছন্দের কতিপয় সঙ্গা সমূহ একসাথেঃ ১. অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ পদ বিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে। ২. ড.সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। ৩. তারাপদ ভট্টাচার্যের মতে ছন্দ হলোঃ ভাষার অন্তর্গত প্রবহমান ধ্বনি সৌন্দর্যই ছন্দ। ৪. প্রবোধচন্দ্র সেনের মতে ছন্দ হলোঃ শিল্পীত বাকরীতির নামই ছন্দ। ছন্দ অর্থ ছাঁচ, গড়ন বা ভঙ্গি। কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল। বাংলা ছন্দের প্রকারভেদ:…
Read More