বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত প্রশ্ন ও উত্তর
ছন্দের কতিপয় সঙ্গা সমূহ একসাথেঃ ১. অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ পদ বিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে। ২. ড.সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে ছন্দ হলোঃ বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধি হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। ৩. তারাপদ…