• প্রতক্ষ সেবা কি বা প্রতক্ষ সেবা বলতে কি বোঝায়?

    প্রতক্ষ সেবা কি বা প্রতক্ষ সেবা বলতে কি বোঝায়?

    মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাজীবীগণ গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলা হয়। যেমন: ডাক্তার, উকিল, প্রকৌশলী, নার্সিং, ওকালতি, কোচিং ইত্যাদি। পণ্যেকে আমরা স্পর্শ করতে পারি কিন্তু সেবার কোনো বাহ্যিক অবয়ব থাকে না অর্থাৎ স্পর্শ করা যায় না। আবার পণ্যের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর করা হয় কিন্তু সেবার ক্ষেত্রে মালিকানা হস্তান্তর…

x