প্রজনন শিল্প কাকে বলে বা প্রজনন শিল্প কি? প্রজনন শিল্পের উদাহরণ?
যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন বা সৃষ্টির কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। অর্থাৎ প্রজনন প্রক্রিয়া ব্যবাহার করে সম্পদ সৃষ্টি করাকেই প্রজনন শিল্প বলা হয়। প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনঃউৎপাদন বা পুনরায় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। যেমন: বীজ থেকে চারা উৎপাদন, গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করা ইত্যাদি। প্রজনন শিল্পের উদাহরণ:…