নাবালক অংশীদার কাকে বলে বা নাবালক অংশীদার কি?

নাবালক অংশীদার কাকে বলে বা নাবালক অংশীদার কি?

১৯৩২ সালের অংশীদারি আইনের ৩০ (১) ধারা অনুযায়ী কোনো নাবালক অংশীদারি ব্যবসায়ের অংশীদার বা সদস্য হতে পারে না। তবে সব অংশীদারের সম্মতিক্রমে কোনো নাবালক অংশীদারি ব্যবসায়ের মুনাফার অংশ দেওয়া যায়। তবে সে ক্ষেত্রে নাবালককে একজন সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ নাবালকের দায় তার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকবে। নাবালক অংশীদার এর বৈশিষ্ট্য কি কি? বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের কম ব্যক্তিকে নাবালক বলা হয়। একজন নাবালক অংশীদার এর দায় তার রক্ষিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। নাবালক কোনো তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে না। চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে ব্যবসায় হতে…

Read More