-
সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ কত প্রকার ও কি কি?
যেসকল উদ্ভিদের ফুল ও ফল হয় এবং বীজ দ্বারা বংশবিস্তার করে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন: গোলাপ, জবা, আম, শাপলা হলো সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যঃ এদের ফুল ও ফল হয়। মূল, কাণ্ড ও পাতা রয়েছে। সপুষ্পক উদ্ভিদ শাখা-প্রশাখায় বিভক্ত থাকে। এরা আকারে বড়, শক্ত ও মজবুত হয়। নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এদের…