ই-কমার্স কি এবং ই-কমার্স এর প্রকারভেদ উদাহরনসহ?
ই-বাণিজ্য বা ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। ই-কমার্স হলো বিনিময়য়ের প্রধান মাধ্যম হিসাবে ইন্টারনেট ব্যবহার করে পণ্য ও পরিষেবাদি কেনা বেচার ব্যবস্থা। অর্থাৎ ই-কমার্স বলতে এমন একটি মাধ্যমকে বুঝায় যেখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে জিনিসপত্র বা পণ্য ও সেবা কিনতে এবং বিক্রয় করার সুযোগ করে দেয়। ই-কমার্স যা কম্পিউটার, মোবাইল ফোন বা…