• বৃক্ষ কি/ বৃক্ষ কাকে বলে? বৃক্ষের উদাহরণ দাও?

    বৃক্ষ কি/ বৃক্ষ কাকে বলে? বৃক্ষের উদাহরণ দাও?

    যেসব উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, মোটা ও শক্ত হয় এবং যাদের শেকড় মাটির গভীরে প্রবেশ করে সেগুলোকে বৃক্ষ বলে। যেমন: আম, কাঁঠাল, বেল ইত্যাদি। বৃক্ষের কাণ্ড থেকে শাখা-প্রশাখা এবং পাতা হয়। সকল বৃক্ষ বহুবর্ষজীবী উদ্ভিদ। কিছু কিছু বৃক্ষ কয়েক দশক, এমনকি কয়েকশো বছরও বাঁচে। অন্যান্য উদ্ভিদ থেকে বৃক্ষের উচ্চতা বেশি হয়, এদের কাণ্ড দীর্ঘ ও…

x