• অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? অলুক তৎপুরুষ ও অলুক বহুব্রীহি সমাস কি?

    অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? অলুক তৎপুরুষ ও অলুক বহুব্রীহি সমাস কি?

    যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান কোনো পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: হাতে-কলমে, পথে-ঘাটে, দেশে-বিদেশে, হাতে-নাতে, কোলে-পিঠে, তেলে-বেগুনে, বুকে-পিঠে, হাটে- বাজারে, ঘরে – বাইরে, খেতে – খামারে, সুখে – দুঃখে, হাতে – কলমে, জলে – স্থলে, ইত্যাদি। অলুক তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে…

x