-
অকাল কুষ্মান্ড বাগধারাটির অর্থ কি?
প্রশ্ন: অকাল কুষ্মান্ড বাগধারাটির অর্থ কি? উত্তর: অপদার্থ, অকেজো, অযোগ্য ব্যক্তি, অকর্মা ইত্যাদি। উদাহরণ: অকাল কুষ্মান্ড ছেলেটার দ্বারা এ কাজ হবে না। কবির ছেলেটা পড়ালেখা তো করেইনি, কোনো কাজকর্মও শিখে নাই একেবারে অকাল কুষ্মান্ড। আরো পড়ুন: পুরুষ শব্দটির সমার্থক শব্দ কি? পুরনারী শব্দটির সমার্থক শব্দ কি?