article কাকে বলে কত প্রকার কি কি

Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি উদাহরণ দাও?

Article কাকে বলে?

A, An এবং The কে Article বলে। কোনো Noun(ব্যক্তি বা বস্তু) এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাতে Noun টির পূর্বে Article ব্যবহৃত হয়।

যেমন:

  • This is a cat.
  • She is a nurse.
  • He is a European.
  • He took an apple.
  • She is an honest lady.
  • He runs 10 miles an hour.
  • The gold of this ring is pure.
  • Kabir is the bravest man in our village.
  • The boy standing in front of you is a student.

Article কত প্রকার ও কি কি?

Article ২ প্রকার। যথা:

  1. Indefinite Article (অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)
  2. Definite Article (নির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)

Indefinite Article: যে Article দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট ভাবে বুঝায় তাকে Indefinite Article বলে। A, An দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তাই তারা Indefinite Article.

যেমন:

  • A book. ( এখানে একটি বইকে নির্দেশ করছে কিন্তু কোন বই বা বইয়ের নাম অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়। )
  • An egg. ( এখানেও একটি ডিমকে নির্দেশ করছে কিন্তু কোন ডিমটি বা ডিমের রং অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়। )

সুতরাং, কোনো কিছুর অনির্দিষ্টতা বুঝাতে আমরা Indefinite Article ব্যবহার করব।

Definite Article: যে Article দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তখন তাকে Definite Article বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবো তখন Definite Article ব্যবহার করবে।

যেমন:

  • The cow is red. ( এখানে একটি গরুকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। যেমন: গরুটি লাল অর্থাৎ লাল গরুটিকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে।)
  • The girl is brilliant. ( এখানে একটি মেয়েকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। যেমন: মেয়েটি মেধাবী। অর্থাৎ মেধাবী মেয়েটিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে।

সুতরাং, কোনো কিছুর নির্দিষ্টতা বুঝাতে আমরা Definite Article ব্যবহার করবো।

Use of Articles = A & An:

Article ‘A’ এবং ‘An’ এর ব্যবহার দেখে নিন:

১. কোনো শব্দের শুরুতে Consonant থাকলে তার পূর্বে A ব্যবহৃত হয়। যেমন:

  1. This is a hen.
  2. It is a pen.

Consonant সমূহ B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. অর্থাৎ (A, E, I, O, U) ব্যাতীত বাকি সবগুলোই Consonant.

২. কোনো শব্দের শুরুতে Vowel (A, E, I, O, U) থাকলে তার পূর্বে An বসে। যেমন:

  1. This is an egg.
  2. This is an apple.

Vowel সমূহ A, E, I, O, U. অর্থাৎ ইংরেজি alphabet =A, E, I, O, U কে Vowel বলা হয়।

৩. কোনো শব্দের প্রথমে যদি h থাকে এবং তা যদি h এর মতো উচ্চারিত হয় তাহলে a বসে। যেমন:

  1. This is a horse.
  2. He is a historian.

৪. কোনো শব্দের প্রথমে যদি h থাকে এবং তা যদি h এর মতো উচ্চারিত না হয়ে ‘অ’ এর মতো হয় তাহলে an বসে। যেমন:

  1. Karim is an honest man. (এখানে h এর উচ্চারণ ‘অ’ এর মতো হয়েছে। যেমন: অনেস্ট (honest)।
  2. An honorable person will visit our school tomorrow. (এখানে h এর উচ্চারণ ‘অ’ এর মতো হয়েছে। যেমন: অনারেবল (honorable)।
৫. শব্দের প্রথমে যদি Vowel থকে এবং তা যদি ‘ইউ’ এর মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে a বসবে। যেমন:
  1. He is a European.
  2. Kabir is a university student.

৬. O দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one যুক্ত শব্দের পূর্বে a বসে। অর্থাৎ O যখন ‘ওয়া’ -র মতো উচ্চারিত হবে তখন তার পূর্বে a বসে। যেমন:

  1. I saw a one-eyed man.
  2. This is a one-taka note.
  3. She is eating an orange.
  4. An open-heart surgery.

৭. Abbreviation বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে তার পূর্বে an বসে। অর্থাৎ Consonant দিয়ে কোনো শব্দ শুরু হলে যদি তার উচ্চারণ Vowel এর মতো হয় তাহলে তার পূর্বে an বসবে। যেমন:

  1. Mr. Zamil is an M.P.
  2. Mubarak is an LL.B.
  3. Sabina is an F.C.P.S.

৮. Abbreviation বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Consonant এর মতো উচ্চারণ হয় তখন তার পূর্বে a বসে। যেমন:

  1. Kamal is a B.A student.
  2. Shakib is a B. Sc student.

৯. সংখ্যা বা পরিমাণবাচক শব্দ বুঝাতে যেমন: score, couple, dozen, hundred, million ইত্যাদি শব্দসমূহের পূর্বে a বসে। যেমন:

  1. Amena bought a dozen oranges.
  2. Robin earns a hundred taka a day.
  3. At least a million people attended the protest.

১০. পেশা বা ব্যবসা বুঝাতে a ব্যবহৃত হয়। যেমন:

  1. I am a doctor.
  2. She is a nurse.
  3. He is a soldier.
  4. Karim is a physician.

১১. কখনো  কখনো Preposition অর্থে a ব্যবহৃত হয়। তখন সেই ‘ a  কে Disguised Preposition বলে। যেমন:

  1. The king went a (on) hunting.

১২. Plural Noun এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে সে সকল Noun এর পূর্বে a বসে। যেমন:

  1. Ramiz has a lot of mony.
  2. There is a little water in the glass.
  3. Selina has read a good deal of books.
  4. There are a few mangoes on the table.

১৩. Mr / Mrs / Miss এর পূর্বে a বসে। যেমন:

  1. A Mr. Akbar called at my office.
  2. A Mrs. Shabrina sought his help.

১৪. তুলনা অর্থে Proper Noun যখন Common Noun হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a বসে। যেমন:

  1. You are a Nazrul.
  2. I see you are a Bangabandhu.

১৫. Exclamation বুঝাতে what, how, such ইত্যাদির পরে a/an বসে। যেমন:

  1. How nice a bird.
  2. What a pretty girl.
  3. Such a long queue.
  4. what an unhappy man he is!

১৬. অনির্দিষ্ট কোনো Countable singular noun বা noun phrase এর প্রথম অক্ষর Vowel (A, E, I, O, U) হলে এবং তার উচ্চারণ যদি ‘ইউ’ / ‘ওয়া’ এর মতো না হয় তাহলে তাদের পূর্বে an বসে। যেমন:

  1. Riya took an apple.
  2. Shakil carried an umbrella.

১৭. সমগ্র জাতি বা শ্রেণি বুঝাতে countable noun এর পূর্বে a/an ব্যবহৃত হয়। যেমন:

  1. A cow is a domestic animal.
  2. An owl is ugly to look at.

১৮. মূল্য / দাম, গতি, অনুপাত ইত্যাদি বুঝাতে a/an বসে। যেমন:

  1. Potato sells taka 40 a kilo.
  2. Maruf runs ten miles an hour.

Use of Article ‘The’

১. নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বুঝাতে ‘The’ বসে। যেমন: 

  1. The girl standing in front of you is a nurse.
  2. The water of this pond is dirty.

২. এক জাতীয় সকলকে বা সমগ্র শ্রেনি / জাতিকে বুঝাতে Singular Common Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন: 

  1. The cow is a useful animal.
  2. The rose is a nice flower.
  3. The cheetah is the fastest animal.

৩. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বনভূমি, মরুভূমি, জাহাজ ইত্যাদি নামের পূর্বে ‘The’ বসে। যেমন: 

  1. The Padma is a large river.
  2. The Sahara is a desert.
  3. They crossed the Atlantic Ocean.
  4. The Himalayas are covered with ice.

৪. মহাকাব্য, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে ‘The’ বসে। যেমন: 

  1. Amena recites the holy Quran.
  2. The Prothom Alo is a daily newspaper.
  3. The Shahanama was written by the great poet Ferdousi.

৫. একক বস্তু যেমন: পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1.  The Earth moves around the Sun.
  2. The Moon moves around the Earth.

৬. দিক বুঝাতে যেমন: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The sun sets in the west.
  2. Warmer weather is coming from the south.

৭. বিখ্যাত স্থান, অট্টালিকা, রাজনৈতিক দল এবং সম্প্রদায় এর নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The Taj Mahal is a mausoleum complex in Agra.
  2. The Republican is a political party in the USA.

৮. জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির নামরে পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The Titanic sank forever.
  2. The Godhuli Express reached Dhaka.

৯. বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The Punjab.
  2. The U.S.A.

১০. তারিখের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The 21st of February.
  2. The 26th March.

১১. ক্রমবাচক সংখ্যা (Ordinal Number) পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Sayma secured the first position in this examination.
  2. Bangladesh is the eighth-most populated country in the world.

১২. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The rich
  2. The poor
  3. The English
  4. The Muslims

১৩. গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Samson withnessed the Second World War.
  2. The French Revolution changed the appearance of France.

১৪. Superlative Degree এর Adjective এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Amir is the best boy in the class.
  2. Sabbir is the bravest man in our locality.

১৫. একই গুনসম্পন্ন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Sylhet is the London of Bangladesh.
  2. Nazrul is the Byron of Bangladesh.

১৬. দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে Adjective এর Comparative এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Sabuj is the better of the two boys.
  2. Selim is the younger of the two brothers.

১৭. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে Abstract Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The fame of Muhammad is known to all.
  2. The kindness of Mohsin is known to all.

১৮. Choir, Orchestra এবং pop group এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. She is a vocal of the miles.

১৯. কতিপয় Collective noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The elite.
  2. The peasantry.

২০. Musical Instrument এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Robina plays the Piano.

২১. যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় সে সকল Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Fahim joined the army.
  2. He joined the Navy.

২২. সংখ্যা প্রকাশক যে Word একটা Unit অর্থে বসে তার পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. Abir buys eggs by the score.
  2. Sohel sells mangoes by the hundred.

২৩. Singular designation (পদবী / উপাধি) এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The prime Minister.
  2. The President.
  3. The headmaster.

২৪. Proper Noun এর পূর্বে Adjective থাকলে উক্ত Adjective এর পূর্বে ‘The’ বসে। যেমন:

  1. The great Umar was the second Caliph of Islam.

Read More:

Proper Noun বলতে কি বুঝায় এবং উদহারণসহ ব্যাখ্যা কর?


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link