সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কীত সকল প্রকার সাধারণ জ্ঞান একসাথে জেনে নিন। সৌরজগৎ সম্পর্কে পরিচিতি থাকলে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় সহায়ক হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সৌরজগৎ সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে তুলে ধরতে। যদি আমাদের আর্টিকেলটি ভালোলাগে তাহলে অন্যদের জন্য শেয়ার করুন।
৮০ টি সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কীত সাধারন জ্ঞান একসাথে দেখে নিনঃ
১. আমাদের সৌরজগতের কেন্দ্রস্থল কোন তারা রয়েছে?——– উত্তরঃ সূর্য।
২. সৌরজগতের কত শতাংশ ভর সূর্যের রয়েছে? ——–উত্তরঃ ৯৯,৮ শতাংশ।
৩. মিল্কি ওয়েতে কয়টি তারা? ——উত্তরঃ 100 বিলিয়ন এরও বেশি।
৪. সূর্যের জন্ম কখন হয়েছিল?——উত্তরঃ প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।
৫. সূর্য ও পৃথিবীর দূরত্ব কত?====উত্তরঃ ৯২,৯৬০,০০০ মাইল (১৪৯,৬০০,০০০ কিলোমিটার)।
৬. পৃথিবীতে পৌঁছতে সূর্যকিরণগুলি কত সময় নেয়? ——-উত্তরঃ ৮ মিনিট।
৭. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি 40,075 কিমি এবং মেরুতে 40,024 কিমি।
৮. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ 6,377 কিলোমিটার।
৯. পৃথিবীর মোট ভর 5.98 x 1024 কেজি।
১০. পৃথিবীর আনুমানিক বয়স কত? ——–উত্তরঃ পৃথিবীর আনুমানিক বয়স 4,500 মিলিয়ন বছর।
১১. পৃথিবীর কক্ষপথে (সূর্যের চারপাশে) পৃথিবীর গড় বেগ 107,218 কিমি / ঘন্টা হয়।
১২. পৃথিবীর সর্বাধিক প্রচুর উপাদানগুলো হলঃ
- আয়রন (প্রায় 32.5%),
- অক্সিজেন (29.8%),
- সিলিকন (15.6%), এবং
- ম্যাগনেসিয়াম (১৩.৯%)
১৩. কোন গ্রহটি মর্নিং স্টার বা সান্ধ্য তারকা হিসাবে পরিচিত?——- উত্তরঃ শুক্র।
১৪. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?——উত্তরঃ শুক্র।
১৫. বুধের ব্যাস কত? —— উত্তরঃ ৩০৩২ মাইল (৪৮৭৯ কিমি)
১৬. শুক্রের ব্যাস কত? —– উত্তরঃ ৭,৫২১ মাইল (১২,১০৪ কিমি)।
১৭. পৃথিবীর ব্যাস কত? ——–উত্তরঃ ৭,৯১৮ মাইল (১২,৭৪২ কিমি)
১৮. মঙ্গলগ্রহের ব্যাস কত? ——-উত্তরঃ ৪,২১২ মাইল (৬,৭৭৯ কিমি)
১৯. আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? —–উত্তরঃ বৃহস্পতি গ্রহ।
২০. কোন গ্রহের সর্বাধিক চাঁদ রয়েছে?——উত্তরঃ সর্বাধিক সংখ্যার চাঁদযুক্ত গ্রহ হলো বৃহস্পতি যার 66 টি চাঁদ রয়েছে।
২১. সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি?——-উত্তরঃ শুক্র।
২২. কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি? ——উত্তরঃ সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ।
২৩. সমস্ত গ্রহের মধ্যে শীতলতম এবং ক্ষুদ্রতম কোনটি?—–উত্তরঃ প্লুটু/PLUTO.
২৪. ভূত্বকটি পৃথিবীর উপরের স্তর যা মূলত শিলা দ্বারা গঠিত। এর পুরুত্ব 5 কিমি থেকে 60 কিলোমিটার এবং ঘনত্ব 2.7 থেকে 3 অবধি রয়েছে।
২৫. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?- ——- উত্তরঃ চাঁদ।
২৬. পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?———-উত্তরঃ ২,৩৮,৮৫৫ মাইল (৩,৮৪,৪০০ কিমি)।
২৭. চাঁদের পরিধি কত?——–উত্তরঃ ১০,৯২১ কিমি।
২৮. চাঁদের বয়স কত? ——–উত্তরঃ ৪.৫৩ বিলিয়ন বছর।
২৯. চাঁদের পরিধি কী?——–উত্তরঃ 10,921 km
৩০. কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? —–উত্তরঃ শুক্র।
৩১. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? ———উত্তরঃ সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই।
৩২. সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?——–উত্তরঃ ১৭৫৯ সালে।
৩৩. সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী? ——-উত্তরঃ ইটা ক্যারিনি।
৩৪. সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী? ———উত্তরঃ মিউ সাকাই।
৩৫. লাল গ্রহ কাকে বলা হয়?——–উত্তরঃ মঙ্গল গ্রহকে।
৩৬. কোন গ্রহের চাঁদ নেই? ——–উত্তরঃ বুধ ও শুক্র।
৩৭. পৃথিবীর চেয়ে সূর্য কত বড়? —-উত্তরঃ 300000 বার।
৩৮. হ্যালির ধূমকেতু আবার কখন পৃথিবী থেকে দৃশ্যমান হবে?—–উত্তরঃ ২০৬১ সালে।
৩৯. শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা কত?——উত্তরঃ 450 ডিগ্রি সেলসিয়াসের বেশি
৪০ পৃথিবীর কতটি প্রাকৃতিকভাবে উপগ্রহ রয়েছে? ——–উত্তরঃ একটি, চাঁদ।
৪১. মঙ্গল গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ কি? ——-উত্তরঃ ফোবস এবং ডিমোস।
৪২. বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? ——–উত্তরঃ ৫ ঘন্টা।
৪৩. সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?————–উত্তরঃ দুবার।
৪৪. কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? ———উত্তরঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
৪৫. পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?—–উত্তরঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
৪৬. কোন গ্রহটির প্রায় পৃথিবীর মতো ল্যান্ডমাস রয়েছে?——উত্তরঃ মঙ্গলগ্রহের।
৪৭. প্লুটোর উল্লেখযোগ্য উপগ্রহ কি?——-উত্তরঃ চারন, নিক্স, হাইড্রা, কারবেরোস এবং স্টাইক্স।
৪৮. প্লুটোর ব্যাস কত?——উত্তরঃ ৫৯১০ কিলোমিটার ।
৪৯. প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?——উত্তরঃ ২৮৪ বছরে।
৫০. প্লুটোর কয়টি উপগ্রহ আছে?——–উত্তর: ১ টি।
৫১. অ্যান্ড্রোমডা গ্যালাক্সিতে কয়টি তারা রয়েছে? ——উত্তরঃ ১ ট্রিলিয়ন।
৫২. আন্ড্রোমিডা গ্যালাক্সি কোন গতিতে মিল্কিওয়ের কাছে চলেছে?—–উত্তরঃ প্রতি সেকেন্ডে প্রায় একশ থেকে চল্লিশ কিলোমিটারে।
৫৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?——–উত্তরঃ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক।
৫৪. শান্ত সাগর কোথায় অবস্থিত?——উত্তরঃ চাঁদে।
৫৫. সবুজ গ্রহ কাকে বলা হয়?——উত্তরঃ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে।
৫৬. সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? উত্তরঃ পিস্টল স্টার।
৫৭. কখন একটি চন্দ্রগ্রহণ হয়? ——-উত্তরঃ যখন পৃথিবী – সূর্য এবং চন্দ্রের মধ্যে থাকে।
৫৮. চাঁদ কত গতিতে সূর্য পেরিয়ে যায়?—–উত্তরঃ প্রতি ঘন্টা 2,250 কিমি।
৫৯. কতক্ষণ একটি সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে?—–উত্তরঃ সাড়ে সাত মিনিট।
৬০. পৃথিবীর নিরক্ষীয় বৃত্তটির পরিধি কত? ——উত্তরঃ 40,030 কিমি।
৬১. পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কী? ——-উত্তরঃ 88 থেকে 58° সে।
৬২. সৌরজগৎ কবে গঠিত হয়?——-উত্তরঃ প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।
৬৩. প্রথম মানব-নির্মিত বস্তু কখন মহাকাশে প্রেরণ করা হয়েছিল?—–উত্তরঃ ১৯৫৭ সালে।
৬৪. কেন আমাদের উচ্চ ও নিম্ন জোয়ার হয়?——-উত্তরঃ কারণ সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ।
৬৫. মহাকাশে পৌঁছে প্রথম ব্যক্তি কে? ——-উত্তরঃ ইউরি গাগারিন, ১৯৬১ সালে।
৬৬. মহাকাশে পৌঁছে প্রথম মহিলা কে?——উত্তরঃ ভ্যালেন্টিনা তেরেশকোভা, ১৯৬৩ সালে।
৬৭. চাঁদে পা রাখার প্রথম ব্যক্তি কে?——–উত্তরঃ নিল আর্মস্ট্রং।
৬৮. পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?—-উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
৬৯. কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?—-উত্তরঃ ২১ জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে।
৭০. কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?—–উত্তরঃ ২২ ডিসেম্বর পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে।
৭১. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?—-উত্তরঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে।
৭২. বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? —-উত্তরঃ ৪,৩৩৩ দিনে।
৭৩. ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?—–উত্তরঃ ১৭৮১ সালে।
৭৪. ইউরেনাস কে আবিষ্কার করেন?——উত্তরঃ উইলিয়াম হার্শেল।
৮৫. ইউরেনাস গ্রহের ব্যাস কত?——–উত্তরঃ 50,724 km কিলোমিটার প্রায়।
Read More:
Leave a Reply