প্রাণীজগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর?

প্রাণীজগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর?

প্রাণীজগত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেখে নিন:

১. যকৃৎ কৃমির রেচন অঙ্গ কি?
উত্তর: যকৃৎ কুমির রেচন অঙ্গ হলো শিখা কোষ।

২. চিংড়ির চক্তপূর্ণ গহ্বরকে কি বলে?
উত্তর: চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।

৩. কোন পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে?
উত্তর: মালাস্কা পর্বের প্রাণীরা।

৪. ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে কি থাকে?
উত্তর: নটোকর্ড ।

৫. সমুদ্র শশা কোন পর্বের প্রাণী?
উত্তর: একাইনোডারমাটা পর্বের প্রাণী।

৬. সাপ এর ত্বক কেমন?
উত্তর: সাপ এর ত্বক শুস্ক।

৭. ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
উত্তর: প্লাটিহেলমিনথিস পর্বের।

৮. কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?
উত্তর: একাইনোডারমাটা পর্বের।

৯. কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে?
উত্তর: হাইড্রা।

১০. হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আঁইশ থাকে?
উত্তর: প্ল্যাকয়েড।

১১. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি?
উত্তর: কুনোব্যাঙ শীতল রক্তবিশিষ্ট প্রাণী।

১২. কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে?
উত্তর: আর্থ্রোপোডা পর্বের।

১৩. জোঁক কোন পর্বের প্রাণী?
উত্তর: জোঁক অ্যানিলিডা পর্বের প্রাণী।

১৪. প্লাটিপসের বৈশিষ্ট্য কি?
উত্তর: মাতৃদুগ্ধ পান করে।

১৫. প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর: আর্থ্রোপোডা পর্ব।



১৬. Obella কোন পর্বের প্রাণী?
উত্তর: নিডারিয়া পর্বের।

১৭. শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ?
উত্তর: নিডোব্লাস্ট কোষ।

১৮. প্রাণীর শ্রেণীবিন্যাসের/শ্রেনিবিন্যাসের সর্বশেষ দাপ কোনটি?
উত্তর: প্রজাতি।

১৯. উট কোন পর্বের  প্রাণী?
উত্তর: কর্ডাটা।

২০. ঝিনুক কোন পর্বের প্রাণী?
উত্তর: Mollusca পর্বের।

২১. কনড্রিকথিস উপপর্ব/শ্রেণীর একটি প্রাণীর নাম কি?
উত্তর: করাত মাছ কনড্রিকথিস পর্বের প্রাণী।

২২. কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
উত্তর: পরিফেরা পর্বের।

২৩. কোনটি নেফ্রিডিয়া নামক অঙ্গের সাহায্যে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে?
উত্তর: কেঁচো।

২৪. অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি?
উত্তর: ৮টি পর্ব।

২৫. উট কয় হৃৎপিন্ড প্রকোষ্ঠবিশিষ্ট প্রাণী?
উত্তর: উট চার হৃৎপিন্ড প্রকোষ্ঠবিশিষ্ট প্রাণী।

২৬. কোন প্রাণীর হিমোসিল থাকে?
উত্তর: চিংড়ি ও প্রজাপতি এর দেহে হিমোসিল থাকে।

২৭. কোন প্রাণীর টিনয়েড আঁইশ থাকে?
উত্তর: সি-হর্স।

২৮. উভচর প্রাণীর একটি বৈশিষ্ট্য কি?
উত্তর: শীতল রক্তবিশিষ্ট।

২৯. তারা মাছ কোন পর্বের প্রাণী?
উত্তর: একাইনোডার্মাটা।

৩০. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে?
উত্তর: জোঁক।



৩১. অ্যাসিডিয়া কোন পর্বের?
উত্তর: ইউরোকর্ডাটা।

৩২. কেঁচো কোন পর্বের প্রাণী?
উত্তর: অ্যানিলিডা পর্বের।

৩৩. প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ কি?
উত্তর: শিখা কোষ।

৩৪. অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হলো?
উত্তর: একলিঙ্গ।

৩৫. কোন পর্বের প্রাণীরা ‘স্পঞ্জ’ নামে পরিচিতি?
উত্তর: পরিফেরা পর্বের।

৩৬. অদ্যাবধি কত লক্ষ প্রাজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
উত্তর: ১৫।

৩৭. কোন প্রাণীর দেহে শিখা কোষ থাকে?
উত্তর: ফিতাকৃমি।

৩৮. কোন প্রাণী অরীয় প্রতিসম?
উত্তর: তারা মাছ।

৩৯. অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা যায়?
উত্তর: ৯টি।

৪০. কোন প্রাণীর দেহ নলাকার ও খণ্ডায়িত?
উত্তর: কেঁচো।

৪১. কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর: মলাস্কা পর্বের।

৪২. কোন শ্রেণীর কঙ্কাল তরুণাস্থিময়?
উত্তর: কনড্রিকথিস।

৪৩. ইতোর্পর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কোন পর্ব?
উত্তর: নিডারিয়া পূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল।

৪৪. অরশোলা কোন পর্বের প্রাণী?
উত্তর: আর্থ্রোপোডা পবের।

৪৫. মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে?
উত্তর: নালিপদ।



৪৬. স্কাইফা কোন পর্বের প্রাণী?
উত্তর: পরিফেরা পর্বের।

৪৭. সিলেন্টরন দেখা যায় কোন প্রাণীতে?
উত্তর: ওবেলিয়া প্রাণীতে সিলেন্টরন দেখা যায়।

৪৮. শ্রেণীবিন্যাসের জনক কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস শ্রেনিবিন্যাস/শ্রেণীবিন্যাসের জনক।

৪৯. Hydra কোন পর্বের প্রাণী?
উত্তর: নিডারিয়া।

৫০. শামুক কোন পর্বের প্রাণী?
উত্তর: মলাস্কা পর্বের।

৫১. কোন মাছের দেহ সাইক্লোয়েড গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত?
উত্তর: সি-হর্স।

৫২. কোন প্রাণী নালি পদের সাহায্যে চলাচল করে?
উত্তর: তারামাছ।

৫৩. কোন মেরুদণ্ডী প্রাণী সরীসৃপ শ্রেণীভুক্ত?
উত্তর: কুমির।

৫৪. কাঁকড়া কোন পর্বের প্রাণী?
উত্তর: আর্থ্রোপোডা পর্বের।

৫৫. দেহ নলাকার ও খণ্ডায়িত, রেচন অঙ্গ নেফ্রিডিয়া এরুপ বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী কোনটি?
উত্তর: কেঁচো।

৫৬. কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে?
উত্তর: ৩টি।

৫৭. কোন প্রাণীর দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
উত্তর: হাঙ্গর।

৫৮. হাইডার দেহগহ্বর কি নামে পরিচিত?
উত্তর: সিলেন্টেরন।

৫৯. মানুষ কোন শ্রেণীর প্রাণী?
উত্তর: স্তন্যপায়ী।

৬০. সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী?
উত্তর: সাপ সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণী।

৬১. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ট বিশিষ্ট?
উত্তর: চার।

৬২. প্রাণীজগৎ কি নামে পরিচিত?
উত্তর: প্রাণীজগৎ কিংডম নামে পরিচিত।

৬৩. কোন প্রাণীদের আলাদা উপজগতে ভাগ করা হয়?
উত্তর: প্রোটোজোয়া।

৬৪. কোন শ্রেণীর প্রাণীরা টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত?
উত্তর: অসটিকথিস।

৬৫. কোন প্রাণীর কঙ্কাল তরুণাস্থিময়?
উত্তর:  হাতুড়ি মাছ।



৬৬. মানুষ কোন উপ-পর্বের প্রাণী?
উত্তর: ভার্টিব্রাটা।

৬৭. কোনটি প্রোটোজোয়া প্রাণী?
উত্তর: অ্যামিবা।

৬৮. কোন প্রাণী দলবদ্ধ হয়ে বাস করে?
উত্তর: স্পঞ্জিলা।

৬৯. সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র নেই কোন প্রাণীর?
উত্তর: স্কাইফা।

৭০. ফিতা কৃমির কোন অঙ্গ রেচনক্রিয়া সম্পাদনে সক্ষম?
উত্তর: শিখা কোষ।

৭১. প্রজাপতি কোন ধরনের  প্রাণী?
উত্তর: সন্ধিপদী।

৭২. কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর: মলাস্কা।

৭৩. কোন পর্বের প্রাণীদের উড়ার জন্য বিশেষ উপাঙ্গ রয়েছে?
উত্তর: আর্থ্রোপোডা।

৭৪. ফাইলেরিয়া কৃমি কোন রোগ সৃষ্টির জন্য দায়ী?
উত্তর: গোদ রোগ।

৭৫. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য কি?
উত্তর: উভলিঙ্গী।

৭৬. আমাদের অন্ত্রে কোন পর্বের প্রাণীরা বাস করতে সক্ষম?
উত্তর: নেমাটোডা।

৭৭. নেমাটোডা পর্বের মুক্তজীবী প্রাণীরা কোথায় বাস করতে সক্ষম?
উত্তর: পানিতে।

৭৮. কোন পর্বের প্রাণীদের দেহগহ্বর অনাবৃত্ত?
উত্তর: নেমাটোডা।

৭৯. কোন প্রাণীটি চলৎ শক্তিহীন?
উত্তর: স্পঞ্জিলা।

৮০. ক্যারোলাস লিনিয়াস একজন কি ছিলেন?
উত্তর: প্রকৃত বিজ্ঞানী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link