পণ্য বিনিময় সহায়ক কাজগুলো / কার্যাবলি হলো ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার বা বিজ্ঞাপণ।
ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বণ্টনের কার্যক্রম সুষ্ঠভাবে করার জন্য বিভিন্ন ধরণের বাধার সম্মুখীন হতে হয় যেমন: অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত। অর্থাৎ অর্থগত বাধা দূর করে ব্যাংক, ঝুঁকিগত বাধা দূর করে বীমা, স্থানগত বাধা দূর করে পরিবহন, কালগত বা সময়গত বাধা দূর করে গুদামজাতকরণ, জ্ঞানগত বাধা দূর করে বাজারজাতকরণ প্রসার।
সুতরাং, ব্যবসায়ের পণ্য বণ্টন ও ক্রয়-বিক্রয় কার্যক্রম সঠিকভাবে করার জন্য যে সহযোগিতা (ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার বা বিজ্ঞাপণ) প্রয়োজন পড়ে সেগুলিকে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলা হয়।
Leave a Reply