মেরুদন্ডী প্রাণী যারা জীবনের প্রাথমিক পর্যায়ে পানিতে থাকে ও মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং প্রাপ্তবয়স্কে/পরিনত বয়সে ডাঙায় বসবাস করে তাদেরকে উভচর প্রাণী বলে।
উভচর প্রাণী এর ইংরিজি হলো Amphibian যার মানে হলো two-lives অর্থাৎ জলে এবং স্থলে যেসকল প্রাণী বসবাস করে তাদেরকেই উভচর প্রাণী বলে থাকে।
সুতরাং উভচর প্রাণী হলো ঠান্ডা রক্তযুক্ত প্রাণী যারা জমিতে ও স্থলে বাঁচতে পারে এবং এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাতে পারে।
পৃথিবীতে প্রায় ৪,০০০ হজারেরও বেশি উভচর প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে: ব্যাঙ, টোডস, সালাম্যান্ডার্স, নিউটস ইত্যাদি।
Leave a Reply