• গদ্য ছন্দের প্রবর্তন করেন কে?

    গদ্য ছন্দের প্রবর্তন করেন কে?

    গদ্য ছন্দের প্রবর্তন করেন সত্যেন্দ্রনাথ দত্ত। যেসব কবিতা নির্দিষ্ট কোনো বৃত্তে না গিয়ে গদ্যের আকারে লিখা হয় তাকে গদ্য ছন্দ বলে। সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদকর্মও করেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত কেন ছন্দের যাদুকর বলা হয় জেনে…

x