চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ কয়টি

চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ মোট ১১টি। এছাড়াও, চট্টগ্রাম বিভাগের ১০৩টি উপজেলা আছে। এটি বাংলাদেশের বৃহত্তম বিভাগ, এর আয়তন ৩৩,৯০৪ বর্গ কি.মি। চট্রগ্রাম বিভাগের জনসংখ্যা ২,৯১,৪৫,০০০ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। থানা রয়েছে ১২০টি, পৌরসভা রয়েছে ৬২টি, ইউনিয়ন পরিষদ রয়েছে ৯৪৯টি এবং সিটি কর্পোরেশন রয়েছে ২টি।

চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ:

  1. কুমিল্লা জেলা
  2. চট্রগ্রাম জেলা
  3. চাঁদপুর জেলা
  4. নোয়াখালী জেলা
  5. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  6. লক্ষ্মীপুর জেলা
  7. ফেনী জেলা
  8. রাঙ্গামাটি জেলা
  9. খাগড়াছড়ি জেলা
  10. বান্দরবান জেলা
  11. কক্সবাজার জেলা

চট্টগ্রাম বিভাগের জেলা সমূহের আয়তন জেনে নিন:

  1. রাঙ্গামাটি – ৬১১৬ বর্গ কি.মি.
  2. চট্টগ্রাম – ৫২৮২ বর্গ কি.মি.
  3. বান্দরবান – ৪৪৭৯ বর্গ কি.মি.
  4. নোয়াখালী – ৪২০২ বর্গ কি.মি.
  5. কুমিল্লা – ৩১৪৬ বর্গ কি.মি.
  6. খাগড়াছড়ি – ২৭৪৯ বর্গ কি.মি.
  7. কক্সবাজার – ২৪৯১ বর্গ কি.মি.
  8. ব্রাহ্মণবাড়িয়া – ১৮৮১ বর্গ কি.মি.
  9. চাঁদপুর – ১৬৪৫ বর্গ কি.মি.
  10. লক্ষ্মীপুর – ১৪৪০ বর্গ কি.মি.
  11. ফেনী – ৯৯০ বর্গ কি.মি.

চট্রগ্রাম বিভাগ বাংলাদেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলে অবস্থিত। চট্রগ্রাম বিভাগের উত্তরে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর ও মায়ানমারের আরাকান প্রদেশ, পূর্বে রয়েছে ভারতের মিজোরাম, ত্রিপুরা ও মায়ানমারের চীন প্রদেশ এবং পশ্চিমে ভোলা, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা।

চট্টগ্রাম বিভাগটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র। এখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পাশাপাশি অনেক বিদেশী সংস্থা এবং ব্যাঙ্কের শাখা অফিসও রয়েছে।
আরো জুনন: http://www.chittagongdiv.gov.bd/

আরো পড়ুন: 

বরিশাল বিভাগে কতটি জেলা রয়েছে?

ময়মনসিংহ বিভাগে কতটি জেলা রয়েছে?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.