স্বরধ্বনি কাকে বলে বা স্বরধ্বনি কি?

স্বরধ্বনি কাকে বলে বা স্বরধ্বনি কি

যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বণির সৃষ্টি হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট সাতটি। যথা: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।

ড. সুনীতিকুমারের মতে, “ স্বরধ্বনি হচ্ছে ঐ শ্রেণির ধ্বনি, যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ং পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হয়”।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন, “ যাহা স্বয়ং উচ্চারিত হয়, তাহাকেই স্বরবর্ণ বলে”।

আধুনিক ভাষাবিদ Daniel Jones বলেন, “ স্বাভাবিক কথাবার্তায় গলনালী ও মুখবিবর দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে কিংবা শ্রুতিগ্রাহ্য চাপা না খেয়ে ঘোষবৎ যে ধ্বনি উদগত হয়, তাই স্বরধ্বনি। 

উপর্যুক্ত বিষয়টিকে মুনীর চৌধুরী আরো সংক্ষেপে বলেছেন: “ যে সব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের স্বরধ্বনি বলা হয়”।

১. স্বরবর্ণ ১১ টি = অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।

২. মৌলিক স্বরধ্বনি ৭ টি = অ, আ, ই, উ, এ, এ্যা, ও।

৩. প্রকৃত স্বরবর্ণ ৬ টি = অ, আ, ই, উ, এ, ও ।

৪. যৌগিক স্বরধ্বনি ২ টি = ঐ, ঔ।

আরো পড়ুন: 

সমীভবন বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?

স্বরলোপ মানে কি বুঝিয়ে লিখ?

ধ্বনি বিপর্যয় সম্পর্কে জানতে চাই?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.