রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি?

বাংলাদেশ ট্যারিফ কমিশন এর নতুন নাম কি?

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিনী, ১৮৭৪ সাল।

কাশ্মীরের দিগন্তব্যাপী জলদস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আঁধার আঁধার ঝোপঝাপের মধ্যে প্রচ্ছন্ন। এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষচ্ছায়ার মধ্য দিয়া একটি-দুইটি শীর্ণকায় চঞ্চল ক্রীড়াশীল নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ সিক্ত কারিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির উপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে উলটপালট করিয়া, নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিনী কিছুটা অংশ উপরে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

ছান্দসিক কবি বলা হয় কাকে?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.