মোটরযান কাকে বলে বা মোটরযান কি?

মোটরযান আইনে মোটরযান অর্থ হলো কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। একটি মোটরযানে প্রতিদিন যেসব মেইনটেনেন্স করতে হয়: গাড়িতে জ্বালানি আছে কি না তা পরীক্ষা করা এবং না থাকলে পর্যাপ্ত পরিমাণে দেওয়া। রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পর্যাপ্ত পরিমানে দেওয়া। লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, যদি কম থাকে তাহলে পরিমাণ মতো নেওয়া। ব্যাটারি কানেকশন ভালোভাবে পরীক্ষা করে নেওয়া। ব্রেক ও ক্লাচের কার্যকারিতা সঠিকভাবে পরীক্ষা করে নেওয়া। গাড়ির বাইরের ও ভিতরের বাতির অবস্থা, চাকা পরীক্ষা…

Read More