যেসকল মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭কেজির অধিক কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক নয়, তখন তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে। মিনিবাস, মিনিট্রাক জাতীয় গাড়ি মধ্যম ও মাঝারি মোটরযানের উদহারণের মধ্যে পরে। অপরদিকে, মাইক্রোবাস, জিপ, প্রাইভেটকার, ছোট ডেলিভারি ভ্যানসহ এ জাতীয় গাড়ি হালকা যানবাহন হিসেবে গণ্য করা হয় এবং বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি জাতীয় গাড়ি ভারি যানবাহন হিসেবে বিবেচনা করা হয়। ধারন ক্ষমতার উপর ভিত্তি করে মোটরযানকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে: হালকা মোটরযান মধ্যম ও মাঝারি মোটরযান ভারী মোটরযান ⇒ হালকা মোটযানঃ যে মোটরযানের রেজিস্ট্রিকৃত…
Read MoreYou are here
- Home
- মাঝারি মোটরযান বলতে কি বুঝায়?