মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত?

মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত?

মাগুরা জেলা রসমলাই এবং মধুমতি নদীর জন্য বিখ্যাত। মাগুরা জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: সিদ্ধেশ্বরী মঠ ভাতের ভিটা পুরাকীর্তি রাজা সীতারাম রাজপ্রাসাদ আঠারখাদা মঠবাড়ি নেংটা বাবার আশ্রম তালখড়ি জমিদার বাড়ি চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট বিড়াট রাজার বাড়ী পীর তোয়াজউদ্দিনের মাজার ও দরবার শরীফ শ্রীপুর জমিদারবাড়ী মাগুরা জেলাটি আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ১০৪৮.৬১ বর্গ কিমি। মাগুরার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহ জেলা, পূর্বে অবস্থিত ফরিদপুর জেলা, দক্ষিণে অবস্থিত যশোর জেলা ও নড়াইল জেলা, এবং উত্তরে অবস্থিত রাজবাড়ী জেলা।…

Read More