ব্যাঙ তাদের জীবনের প্রথম পর্যায়ে সাধারণত পানিতে বসবাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কিন্ত যখন তাদের বয়স পরিনত হয়; তখন ব্যাঙ ডাঙায় বসবাস করে থাকে। সুতরাং ব্যাঙ জলে ও স্থলে দুই জায়গায় বসবাস করার কারনে তাদেরকে উভচর প্রাণী বলা হয়। যেমন: যেমন: কুনোব্যাঙ ফুলকার সাহায্যে পানিতে মাছের মতো শ্বাস গ্রহণ করে এবং পরিনত বয়সে ডাঙ্গায় চলাচল করে। যেসব বৈশিষ্ট্যের কারণে কুনোব্যাঙকে উপভচর প্রাণী বলা হয়ঃ কুনোব্যাঙ এর দেহ আঁইশবিহীন থাকে এবং তাদের ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থি যুক্ত। কুনোব্যাঙ শীতল রক্তের প্রাণী। আবার এরা পানিতে…
Read More