TNO এর পূর্ণরূপ হলো: Thana Nirbahi Officer/ থানা নির্বাহী অফিসার ১৯৯০ এর দশকের গোড়ার দিকে উপজেলা ব্যবস্থা বিলুপ্তির পরে “উপজেলা নির্বাহী অফিসার” (UNO) পদবী বদলে ‘থানা নির্বাহী অফিসার’ (TNO) করা হয়। পরবর্তীতে আবার ১৯৯০ এর দশকের শেষভাগে এই পদবি পরিবর্তন করে ‘উপজেলা নির্বাহী অফিসার’ (UNO) হিসাবে ফিরে আসে। বিসিএস এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়োগ দেওয়া হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের “সিনিয়র সহকারী সচিব” পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ইউএনওদের সাধারণত পোস্ট করা হত। Read More about: TNO TNO এর আরো কিছু পূর্ণরূপ: Texas & New Orleans (Railroad) Trans-Neptunian Object The Neopian Orphanage…
Read More