সিলেট জেলা কমলালেবু, চাপাতা, সাতকড়ার আচার এবং সাত রঙের চা এর জন্য বিখ্যাত। সিলেট জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: হযরত শাহজালাল (রঃ) মাজার হযরত শাহপরান (রঃ) মাজার জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত ভোলাগঞ্জ হাকালুকি হাওর লালাখাল মালনি ছড়া চা বাগান ড্রিমল্যান্ড পার্ক ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সিলেট জেলাটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩৪৫২ বর্গ কিমি। সিলেটের পশ্চিমে রয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, পূবে রয়েছে আসাম(ভারত), দক্ষিনে অবস্থিত মৌলভীবাজার জেলা এবং উত্তরে অবস্থিত মেঘালয়(ভারত) ও খাশিয়া জৈন্তিয়াা পাহাড়। মোট ১৩টি উপজেলা নিয়ে সিলেট জেলার প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Read MoreYou are here
- Home
- সিলেট জেলা কেন বিখ্যাত?