যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না সেগুলিকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদ স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে তাদের প্রজনন কাজ সম্পন্ন করে। এদের সমাঙ্গ দেহী। অপুষ্পক উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। সাধারণত ফার্ন এবং শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলিকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো: মস, ঢেঁকিশাক, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস ও ক্লোরেলা ইত্যাদি।। অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহঃ ফুল, ফল ও বীজ হয় না। দেহ. মূল, কান্ড ও পাতায় বিভক্ত থাকে না। এসকল উদ্ভিদের বংশ বিস্তার ঘটে রেণুর মাধ্যমে। এদের মূল বা শিকড় মাটির গভীরে যায় না। আকার-আকৃতির দিক দিয়ে এরা…
Read More