যেসব পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। অর্থাৎ যে পর্দা দিয়ে তরল পদার্থ চলাচল করতে পারে না তাকেই অভেদ্য পর্দা বলে অবহিত করা হয়। যেমন: পলিথিনকে অভেদ্য পর্দা বলা হয় কারণ পলিথিনের মধ্য দিয়ে তরল পদার্থের চলাচল করা সম্ভব হয় না বা দ্রাবক ও দ্রব পদার্থের অণুগুলো যাতায়াত করতে পারে না। এজন্যই পলিথিনকে অভেদ্য পর্দা বলে।
Read More