পঞ্চগড় জেলা বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর এর জন্য বিখ্যাত, তাছাড়াও এ জেলাটিকে নদী বেষ্টিত জেলা বলা হয় কারন প্রায় ২৩টি নদী রয়েছে পঞ্চগড়ে। এ জেলাটি আমাদের দেশের সবচেয়ে উত্তরে অবস্থিত একটি অঞ্চল। পঞ্চগড় জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: মহারাজার দিঘী গোলকধাম মন্দির তেঁতুলিয়া ডাকবাংলো রকস মিউজিয়াম ভিতরগড় বার আউলিয়ার মাজার পঞ্চগড় এর এশিয়ান হাইওয়ে মিরগড় মহারাণী বাঁধ করতোয়া নদী পঞ্চগড় জেলাটি আমাদের দেশের সর্ব উত্তর দিকে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ১৪০৪.৬২ বর্গ কিমি। মোট ৫টি উপজেলার সমন্বয়ে পঞ্চগড় জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Read More