কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাধঁন হারা, ১৯২৭ সাল। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর রচিত প্রথম উপন্যাস বাঁধন হারা। বাঁধন হারা উপন্যাসটি তিনি করাচিতে থাকা অবস্থায় রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় তার এই উপন্যাসের প্রথম কিস্তি এবং ১৯২১ সালে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। বাধঁন হারা উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯২৭ সালে জুন মাসে। বাধঁন হারা উপন্যাসের প্রধান চরিত্র হলোঃ ১. নুরু ২. মাহবুবা ৩. রাবেয়া ৪. সাহসিকা বাধঁন হারা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তরঃ বাধঁন হারা উপন্যাসটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। আরও পড়ুনঃ জাতীয় কবি কাজী…
Read MoreYou are here
- Home
- নজরুলের প্রথম উপন্যাস?