টেরাকোটা কি/ টেরাকোটা বলতে কি বুঝায়? টেরাকোটা অর্থ কি?

টেরাকোটা কি/ টেরাকোটা বলতে কি বুঝায়? টেরাকোটা অর্থ কি?

টেরাকোটা অর্থ হলো; ‘টেরা’ অর্থ হলো মাটি, আর ‘কোটা’ অর্থ হলো পোড়ানো। অর্থাৎ পোড়ামাটির শিল্পকে টেরাকোটা বলা হয়। মাটির ফলক বা পাত বানিয়ে তাতে ছবি বা নকশা খোদাই করে আগুনে পুড়িয়ে স্থায়ী রুপ দেওয়াকেই বলা হয় টেরাকোটা বা পোড়ামাটির শিল্প। টেরাকোটা বাংলার হাজার বছরের অনেক পুরোনো শিল্প। টেরাকোটার অনেক কাজ রয়েছে; শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধ স্তূপ, ও দিনাজপুরের কান্তজির মন্দিরে। মাটির সহজলভ্যতার কারনে আমাদের দেশের মানুষ মাটির শিল্পের চর্চা প্রাচীনকল থেকে করে আসছে। টেরাকোটা সাংসরিক ও অন্যান কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। যেমন: মাটির ফলক, পুতুল, কলসি-হাঁড়ি ইত্যাদি…

Read More