ব্যবসায়ের আইনগত পরিবেশ কাকে বলে বা আইনগত পরিবেশ কি?

ব্যবসায়ের আইনগত পরিবেশ কাকে বলে বা আইনগত পরিবেশ কি

একটি দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্ষরণ আইন, আন্তর্জাতিক আইন, ভোক্তা আইন, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং সুরক্ষা আইন ইত্যাদি মিলিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আইনগত পরিবেশ বলে। অবৈধ ও বেআইনি ব্যবসায়িক কার্যক্রম রোধ করতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করে সাধরণ জনগণকে রক্ষা করার জন্য। একজন ব্যবসায়ীকে সরকারের প্রদত্ত সকল আইন মেনেই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয়। সুতরাং আইনগত পরিবেশ ব্যবসায়ের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। যেকোনো ব্যবসায়ী দেশের মধ্যে ব্যবসায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে দেশের বিদ্যমান সরকারি আইনগত বিধি-বিধান মেনে চলতে হবে। সরকার এ আইনগুলি প্রনয়ণ করে মূলত…

Read More