লিফটে নিচে নামার সময় অভিকর্ষজ বল এবং লিফটের বেগ একই দিক বা নিচের দিকে বল প্রয়োগ করে এই জন্য লিফট দিয়ে নিচে নামার সময় নিজেকে হালকা অনুভূত হয়। অভিকর্ষজ হলো পৃথিবী ও যেকোনো বস্তুর মধ্যকার আকর্ষণ। অর্থাৎ আপনি যদি কোথাও হতে লাফ দেন তাহলে সাথে সাথে অভিকর্ষজ বল আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসে। আবার আমরা যখন একটি বল উপরে ছুড়ে মারি বলটি আবার নিচে নেমে আনে, কারন অভিকর্ষজ বলের কারনে আমরা বা কোনো বস্তু উপরে ছুড়ে মারলে পৃথিবী তার কেন্দ্রের দিকে বল প্রয়োগ করে বা টানে।
Read MoreYou are here
- Home
- লিফট দিয়ে নিচে নামার সময় হালকা মনে হয় কেন?