স্বরধ্বনি কাকে বলে বা স্বরধ্বনি কি?

স্বরধ্বনি কাকে বলে বা স্বরধ্বনি কি

যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বণির সৃষ্টি হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট সাতটি। যথা: অ, আ, ই, উ, এ, ও, অ্যা। ড. সুনীতিকুমারের মতে, “ স্বরধ্বনি হচ্ছে ঐ শ্রেণির ধ্বনি, যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ং পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হয়”। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন, “ যাহা স্বয়ং উচ্চারিত হয়, তাহাকেই স্বরবর্ণ বলে”। আধুনিক ভাষাবিদ Daniel Jones বলেন, “ স্বাভাবিক কথাবার্তায় গলনালী ও মুখবিবর দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না…

Read More