মৌলভীবাজার জেলা ম্যানেজার স্টোরের রসগোল্লা ও খাসিয়া পান এর জন্য বিখ্যাত। মৌলভীবাজার জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান: মাধবকুন্ড মাধবকুন্ড ইকোপার্ক হাকালুকি হাওড় লাউয়াছড়া জাতীয় উদ্যান চা কন্যা ভাষ্কর্য শাহ মোস্তফা (রঃ) এর মাজার কমলারানীর দিঘি খোজার মসজিদ মনিপুরী পল্লী বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট মৌলভীবাজার জেলাটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ২৭৯৯ বর্গ কিমি। মৌলভীবাজার জেলাটির পশ্চিমে রয়েছে হবিগঞ্জ জেলা, পূর্বে অবস্থিত ভারতের কাছাড়, দক্ষিনে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তর দিকে রয়েছে সিলেট জেলা। মোট ৭টি উপজেলার সমন্বয়ে মৌলভীবাজার জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।
Read MoreYou are here
- Home
- মৌলভীবাজার কি জন্য বিখ্যাত?