Bioinformatics এর জনক কে?

Bioinformatics এর জনক কে

Bioinformatics এর জনক Margaret Oakley Dayhaff

আরো কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ এক সেট পূর্নাঙ্গ জীনকে কি বলা হয়?
উত্তরঃ জিনোম

প্রশ্নঃ Genetic Engineering শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Jack Williamson

প্রশ্নঃ রিকম্বিনান্ট ডিএনএ কে তৈরি করেন?
উত্তরঃ Paul Berg(1972)

প্রশ্নঃ বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি কোনটি
উত্তরঃ ইঁদুর (1974)

প্রশ্নঃ বিশ্বের প্রথম Genetic Engineering Company কোনটি?
উত্তরঃ Genetech(1976)

প্রশ্নঃ GMO এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Genetically Modified Organism

প্রশ্নঃ অনুর গঠন দেখা যায় কিসের মাধ্যমে?
উত্তরঃ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে

প্রশ্নঃ ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি কি?
উত্তরঃ Screen Magnification / Screen Reading Software

প্রশ্নঃ যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান কয়টি?
উত্তরঃ ৫টি

প্রশ্নঃ ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়?
উত্তরঃ Bandwidth

Next part

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.