BIDS এর পূর্ণরূপ কি?

EPB এর পূর্ণরূপ কি? EPB মানে কি?

BIDS এর পূর্ণরূপঃ 

Bangladesh Institute of Development Studies(বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান)

BIDS বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকার কর্তৃক সমর্থিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিতে নিয়ম-নীতি পরিচালনা করে। পূর্বে এটি Pakistan Institute of Development Economics (PIDE) নামে পরিচিত ছিল এবং স্থাপিত হয়েছিল জুন ১৯৫৭ সালে। পরবর্তীতে ১৯৭৪ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান(Bangladesh Institute of Development Studies).

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.