BCIC এর পূর্ণরূপ কি? BCIC এর কাজ কি ব্যাখ্যা কর?

BCIC এর পূর্ণরূপ কি

BCIC এর পূর্ণরূপ হলো: Bangladesh Chemical Industries corporation

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সম্পূর্ণভাবে সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির আদেশে ১ জুলাই ১৯৭৬ সালে BCIC প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি বর্তমানে ইউরিয়া, টিএসপি, হার্ড বোর্ড, কাগজ, সিমেন্ট, ইনসুলেটর, স্যানিটারি ওয়্যার ইত্যাদি পন্য দ্রব্য বিসিআইসি উৎপাদন করছে। 

বিসিআইসি বাংলাদেশের বৃহত্তম পেপার মিল কর্ণফুলি পেপার মিলের দায়িত্বে রয়েছে। তাছাড়াও এটি ঘোড়াশালে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এবং নরসিংদীর পলাশের পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি পরিচালনা করে। ১৯৮২ সালে এটি বাংলাদেশে প্রথম টাইলস কারখানা স্থাপন করে।

বিসিআইসি এর লক্ষ্য ও উদ্দেশ্য:

  1. দেশের মধ্যে দক্ষ জনবল গড়ে তোলা।
  2. শিল্প ক্ষেত্রে যথাযথ ভূমিকা ও অবদান রাখা।
  3. কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দেশের কৃষকদের চাহিদা অনুযায়ী সঠিক মূল্যে ইউরিয়া সার সরবারহ ও বিতরণ করা।
  4. আমাদের দেশের মোট ইউরিয়া সারের চাহিদার যে ঘাটতি থাকে তা বিদেশ থেকে আমদানী করা।
  5. উৎপাদিত সকল পন্যদ্রব্য বিক্রয় ও বন্টনের ক্ষেত্রে কারখানা/সংস্থার মুনাফা বা লাভের চেয়ে সামাজিক ও জন্যকল্যাণের প্রতি বেশি গুরুত্ব দেওয়া।
  6. সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা মোতাবেক বার্ষিক সম্ভাব্য সর্বোচ্চ পরিমান টিএসপি, ইউরিয়া, ডিএপি সার, সিমেন্ট, কাগজ, ইনসুলেটর ও স্যানিটারীওয়ার, গ্লাসশীট ইত্যাদি পন্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করার মাধ্যমে দেশের বাজারের মূল্য স্থিতিশীল রাখা।

বিসিআইসি এর সারকারখানা সমূহ:

  1. টিএসপি কমপ্লেক্স লিমিটিড
  2. ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ
  3. শাহজালাল ফার্টিলাইজার কোঃ লিমিটেড
  4. চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড
  5. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  6. আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
  7. ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড
  8. পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটিড

বিসিআইসি এর অন্যান্য কারখানা সমূহ:

  1. ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড
  2. উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিঃ
  3. বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ
  4. খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ
  5. কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড

বিসিআইসি এর যৌথ প্রকল্পসমূহ:

  1. কর্ণফুলী ফার্টিলাইজার কোং লিঃ –
  2. স্যানোফি (বাংলাদেশ) লিঃ
  3. বায়ার ক্রপ সায়েন্স লিঃ-
  4. নোভার্টিস (বাংলাদেশ) লিঃ-
  5. সিনজেন্টা (বাংলাদেশ) লিঃ
  6. ঢাকা ম্যাচ ইন্ডাষ্ট্রীজ কোং লিঃ
  7. বাল্ক ম্যানেজমেন্ট (বিডি) লিঃ
  8. মিরাকল ইন্ডাষ্ট্রীজ লিঃ

প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান:

  • ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

Information From: www.bcic.gov.bd/

আরো পড়ুন:

CEO বলতে কি বুঝায় এবং এর সম্পূর্ণরূপ কি ব্যাখ্যা কর?

CV মানে কি এবং এর পূর্ণরূপ কি বুঝিয়ে লিখ?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.