সিলেট বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি?

সিলেট বিভাগের জেলা সমূহ কয়টি

সিলেট বিভাগের জেলা সমূহ মোট ৪টি। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। সিলেট বিভাগের পূর্ব দিকে ভারতের আসাম, উত্তর দিকে মেঘালয় রাজ্য, দিক্ষিণ দিকে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিম দিকে ঢাকা বিভাগ অবস্থিত। বিভাগটির মোট আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গকিমি (৪,৯১২ বর্গমাইল), মোট জনসংখ্যা প্রায় ৯৮,০৭,০০০ জন। 

সিলেট বিভাগের জেলা সমূহ:

  1. হবিগঞ্জ জেলা
  2. সিলেট জেলা 
  3. মৌলভিবাজার জেলা
  4. সুনামগঞ্জ জেলা

সিলেট বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমূহ: সাওতাল, গারো, মনিপুরি, ত্রিপুরা, খাসিয়া, পাত্র, লুসাই, হাজং, টিপরা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মোট জনসংখ্যা প্রায় ৬৬,৬২৪ জন। 

সিলেট বিভাগের দর্শনীয় স্থান সমূহ: 

  1. জাফলং
  2. বিছানাকান্দি
  3. লালাখাল
  4. মাধবকুণ্ড জলপ্রপাত
  5. আদমপুর বন
  6. টাঙ্গুয়ার হাওর
  7. নলুয়ার হাওর
  8. রাতারগুল জলাবন
  9. তিন নদীর মোহনা
  10. আলী আমজদের ঘড়ি
  11. ইরাবতী পান্থশালা
  12. ওসমানী জাদুঘর
  13. কুলুমছড়া
  14. কৈলাশটিলা
  15. পরিকুণ্ড ঝর্ণা
  16. খাদিমনগর জাতীয় উদ্যান
  17. গাজী বুরহান উদ্দীনের মাজার
  18. জিতু মিয়ার বাড়ী
  19. টিলাগড় ইকোপার্ক
  20. ডিবির হাওর
  21. ড্রিমল্যান্ড পার্ক
  22. বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান
  23. বর্ষিজোড়া ইকোপার্ক
  24. মশাজানের দিঘী
  25. মাধবকুণ্ড ইকোপার্ক
  26. মিউজিয়াম অব রাজাস
  27. রামপাশার জমিদার বাড়ি
  28. লোভাছড়া
  29. হারং হুরং
  30. বারেক টিলা

সিলেটে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী চা উৎপাদনকারী এলাকা। সুরমা উপত্যকা চা বাগানের সোপান এবং গ্রীষ্মমন্ডলীয় বনে আচ্ছাদিত। শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত, মাইলের পর মাইল ঘুরে পাহাড়ের ঢালে চা বাগান দেখা যায়। এই এলাকায় ১৫০ টিরও বেশি চা বাগান রয়েছে, যার মধ্যে রয়েছে আয়তন এবং উৎপাদন উভয় দিক থেকেই বিশ্বের বৃহত্তম চা বাগানগুলি।

আরো পড়ুন :

ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে?

ঢাকার জেলার সেরা ১০টি সরকারি কলেজের নাম 

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.