ণ ব্যবহারের নিয়ম সমূহ: ১. ঋ, র, ষ এর পরে মূর্ধন্য(ণ) হয়। যেমন: ঋণ, তৃণ, ঘৃণা, বরণ, বর্ণ, রণ, ভূষণ ইত্যাদি। কয়েকটি বাক্য: তৃণবন স্বরঞ্জিত হয় মুক্তিমায়, সমাজের খারাপ লোকদের সকলে ঘৃণা করে, ঋণ শোধ করতে করতে টাকা শেষ চিকিৎসার খরচ কীভাবে চলবে? ইত্যাদি। ২. ট বর্গীয় ধ্বনির(ট, ঠ, ড, ঢ, ণ) পূর্বের দন্ত্য ন সর্বধা ণ হয়। যেমন: ঠাণ্ডা, কণ্ঠ, ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। কয়েকটি বাক্য: আবহাওয়া পরিবর্তনের সময় হালকা ঠাণ্ডা জ্বর হতেই পারে, অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার, এ কী কাণ্ড! তুমি এটা করতে পারলে? ইত্যাদি। ৩. ঋ, র,…
Read MoreMonth: December 2020
AM ও PM এর পূর্ণরূপ কি? AM PM কিভাবে সনাক্ত করে?
AM এর পূর্ণরূপ হলো Ante meridian. PM এর পূর্ণরূপ হলো Post Meridiem. Ante meridian এর বাংলা করলে হয় “মধ্যাহ্নের আগে”। অন্যদিকে PM(Post Meridiem) এর অর্থ হলো “মধ্যাহ্নের পরে” AM এবং PM মূলত ২৪ ঘন্টা ব্যবহারের পরিবর্তে ১২ ঘন্টা ঘড়ির বিন্যাসে সময় সনাক্ত করতে ব্যবহৃত হয়। AM দ্বারা বুঝায় মধ্যরাতের পরে থেকে শুরু করে মধ্যাহ্নের আগে। আর PM মধ্যাহ্নের পর থেকে মধ্যরাতের মধ্যে। নিচের ছবিটি লক্ষ করুন তাহলে আরো সহজে বুঝতে পারবেন। Image Form: 24timezones AM কে দিনের প্রথমার্ধ বলা হয়। আর PM কে দিনের দ্বিতীয়ার্ধ বলা হয়। AM শুরু হয় মধ্যরাত…
Read MoreHSC এর পূর্ণরূপ কি?
HSC এর পূর্ণরূপ Higher Secondary Certificate. মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর উচ্চমাধ্যমিক(Higher Secondary Certificate) শিক্ষার জন্য একটি কলেজে ২ বছরের জন্য ভর্তি হতে হয়। তাছাড়া মাধ্যমিক শিক্ষা গ্রহণের পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার বিকল্প সুযোগ রয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় যা Higher Secondary School Certificate নামে পরিচিত। HSC এর আরো কিছু পূর্ণরূপ: Higher School Certificate High School Confidential High School Certificate Home Safety Council Health System Change Health Services Corporation Health Service Commission Highway Smart Card…
Read MoreSSC এর পূর্ণরূপ কি?
SSC এর পূর্ণরূপ = Secondary School Certificate মাধ্যমিক স্কুল সার্টিফিকে(SSC) বাংলাদেশের একটি পাবলিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক/কলেজে শিক্ষা গ্রহণের জন্য এসএসসি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। Secondary School Certificate(SSC) পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে ৯ম ও ১০ম শ্রেণির ক্লাসের উপর ভিত্তি করে। বাংলাদেশ শিক্ষাবোর্ডের অধীনে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে SSC পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। SSC আরও কিছু পূর্ণরূপ: Shared Service Center Stennis Space Center School Site Council Standard Systems Center (USAF) Spread-Spectrum Clocking Swedish Space Corporation Singapore Science Centre Software Shield Client Self Service Center Read More: Definition of Noun and its types? Definition…
Read Moreঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি?
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি বলতে বুঝায় আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি গ্রহণ করে এবং ঝুঁকির গ্রহণের পুরস্কারস্বরুপ মুনাফা অর্জণ করে থাকে। আর অনিশ্চয়তা হলো ভবিষ্যতে সম্ভাব্য কোনো হবে বা না হবে তা নির্দিষ্ট না জানা বা অজানা। যেমন: প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা ধরনের বিপদের কারনে ক্ষতির সম্মুখীন হতে পারে যা কেউ জানে না। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য: ঝুঁকিঃ ঝুঁকি একটি পরিমাপযোগ্য অনিশ্চয়তা অর্থাৎ মুনাফা হতেও পারে আবার নাও হতে পারে। ঝুঁকিকে পরিমাপ করা যায়। ঝুঁকির ফলাফলের সম্ভাবনা জানা যায়। ঝুঁকি কমাতে…
Read Moreউপযোগ কি বা উপযোগ কাকে বলে?
কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাছাড়া উপযোগ বলতে বুঝায় কোনো জিনিসের উপকারিতা। সুতরাং, উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। যে জিনের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয় তাহলে বুঝতে হবে ঐ জিনিসের উপযোগ আছে, যেমন: খাদ্য বস্ত্র, বাসস্থান, কাজগ ইত্যাদি। যখন একজন ব্যক্তি/ভোক্তা কোনো পণ্যদ্রব্য বা পরিষেবা ভোগ করে যে তৃপ্তি পায়, এটাকেই উপযোগ বলা হয়। অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন: “উপযোগ হল কোনো দ্রব্যের ঐ বিশেষ গুন বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে” উপযোগ এর বৈশিষ্ট্য সমূহ: উপযোগের সাথে নীতি-নৈতিকতার কোনোা সম্পর্ক নেই এটি একটি…
Read Moreট্রেড কি বা ট্রেড কাকে বলে?
ট্রেড কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলা হয়। সুতরাং ট্রেড হলো ব্যক্তি, প্রতিষ্ঠান/সংস্থা, দেশ এবং অন্যান্য সত্তার মধ্যে পণ্য ও পরিষেবা ক্রয়-বিক্রয়ের কার্যক্রম। পণ্য বিনিময়ের কার্যক্রম শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়েও হয়ে থাকে। আমদানি-রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড বা পণ্যবিনিময় হয়ে থাকে। আন্তার্জাতিক ট্রেড বা বাণিজ্য হলো এক দেশের সাথে অন্য দেশের মধ্যে পণ্য ও পরিষেবাদি ক্রয়-বিক্রয় করা। আন্তর্জাতিক ট্রেডের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি কার্যক্রম বড় অবদান রাখে। ট্রেড বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যের স্বত্বগত বাধা দূর হয়। ট্রেডের মধ্যমে…
Read Moreপুনঃরপ্তানি কি বা পুনঃরপ্তানি কাকে বলে?
বিদেশ থেকে বা কোন দেশের ব্যবসায়ীর কাছ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় আবার অন্য কোনো দেশে রপ্তানি করা হলে তখন তাকে পুনঃরপ্তানি বলে। অর্থাৎ পুনঃরপ্তানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যসামগ্রী পুনরায় অন্যকোনো দেশে রপ্তানি করা। আপনি যদি বিদেশ থেকে পণ্য ক্রয় করে ঐ পণ্য আবার অন্য দেশে বিক্রয় করেন তখন তাকেই পুণঃরপ্তানি বলা হবে। উদাহরণ: জনাব রহিম একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে পোশাক, বোতাম, সুতা ইত্যাদি আমদনি করে তা আবার যুক্তরাজ্যে রপ্তানি করেন। এখানে জনাব রহিমের ব্যবসায়টির কর্মকাণ্ডকে পুনঃরপ্তানি বলা হয়। পুনঃরপ্তানি ব্যবসায় সংঘটিত হওয়ার কারণ সমূহ:…
Read MoreBlack sheep meaning in Bengali? Black sheep এর বাংলা অর্থ কি?
Black sheep meaning in Bengali? Black sheep idiom এর বাংলা অর্থ কি? Black sheep = কুলাঙ্গার, যে ব্যক্তি তার খারাপ কর্মের মাধ্যমে তার পরিবারকে বিব্রতকর বা লজ্জাজনক অবস্থায় ফেলেছে(Wicked man, Bad person) Some sentences using the idiom “Black Sheep”: Shamim is the black sheep of his family. Never trust Kabir, he is a black sheep. There is a black sheep in every group. Speak the truth otherwise, the black sheep will be punished. Kamal is a Black Sheep. Don’t waste your time with that black sheep. In every organization, there…
Read MoreBlack and blue meaning in Bengali? black and blue এর বাংলা অর্থ কি?
Black and blue meaning in Bengali? black and blue idiom এর বাংলা অর্থ কি? Black and blue = উত্তম মধ্যম, মারধর করা বা আঘাতের ফলে ভাঙ্গা কৈশিকের কারণে ত্বকে যে রঙ আসে।(Mercilessly/ Beat Severely) Some Sentences using the idiom: Both are beaten black and blue. A black and blue mark on my hand. This man beat the beggar black and blue. She got a black and blue mark on her leg. The tutor beat the pupils black and blue. Kabir has been beaten black and blue by his teacher. The…
Read More