পরমাণুর গঠন সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর?

পরমাণু মডেল কি বা পরমাণু মডেল কাকে বলে?

পরমাণুর গঠন সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর একনজরে দেখে নিনঃ

১. কার মতবাদে পরমাণু অবিভাজ্য?
উত্তরঃ ডেমোক্রিটাস এর মতাবাদে পরমাণু অবিভাজ্য।

২. একাটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৮টি।

৩. কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তরঃ ৩টি।

৪. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ৮টি।

৫. মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তরঃ পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে।

৬. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ৬।

৭. ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ?
উত্তরঃ হাইড্রোজেন।

৮. ক্যালসিয়াম সালফেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে?
উত্তরঃ ৬টি।

৯. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫ হলে মৌলটি কি?
উত্তরঃ ফসফরাস।

১০. কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভরসংখ্যা কত?
উত্তরঃ ১৩।

১১. অক্সিজেন মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ ৮।

১২. সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ১।

১৩.  (CH3COO)2 Ca যৌগটিতে পরমাণুর সংখ্যা কত?
উত্তরঃ ১৫।

১৪. কোন মৌলের একাধিক যোজনী আছে?
উত্তরঃ লেড।

১৫. সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ১৪।



১৬. অক্সিজেন পরমাণুতে কয়টি/কতটি প্রোটন থাকে?
উত্তরঃ ৮টি।

১৭. সালফারের ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ ১৬।

১৮. ২, ৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
উত্তরঃ Mg.

১৯. ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত?
উত্তরঃ ২।

২০. অ্যালুমিনিয়ামের যোজনী কত?
উত্তরঃ ৩।

২১. নিয়নের পারমাণকি সংখ্যা কত?
উত্তরঃ ১০।

২২. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ৬।

২৩. ফসফেটের যোজনী কত?
উত্তরঃ ৩।

২৪. ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৫।

২৫. কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তরঃ ৩২টি।

২৬. ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ ১২।

২৭. অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৩টি।

২৮. অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি?
উত্তরঃ ১৩।

২৯. ২, ৮, ৭ এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?
উত্তরঃ ক্লোরিন।

৩০. অক্সিজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৬টি।



৩১. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ৭।

৩২. নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ৫।

৩৩. মৌলিক পদার্থের সংখ্যা কতটি/কয়টি?
উত্তরঃ ১১৮টি।

৩৪. একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তরঃ ১৮টি।

৩৫. পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৮টি।

৩৬. সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ২টি।

৩৭. লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ১।

৩৮. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?
উত্তরঃ ৩টি।

৩৯. ক্লোরিনের যোজনী কত?
উত্তরঃ ১।

৪০. একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে?
উত্তরঃ অণু।

৪১. ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ ১৮০৩ সালে।

৪২. নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ৮।

৪৩. নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ ০।

৪৪. কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
উত্তরঃ হাইড্রোজেন।

৪৫. কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ ১৯৩২ সালে।



৪৬. কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তরঃ ৩টি।

৪৭. নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত?
উত্তরঃ ১।

৪৮. ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ২০।

৪৯. সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তরঃ ১১।

৫০. পরমাণুর ধনাত্মক কণিকার নাম কি?
উত্তরঃ প্রোটন।

৫১. অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৬টি।

৫২. ডিউটেরিয়ামের ভরসংখ্যা কত?
উত্তরঃ ২।

৫৩. গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কি?
উত্তরঃ অবিভাজ্য।

৫৪. ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়?
উত্তরঃ অ্যানায়ন

৫৫. ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ ২, ৭।



৫৬. প্রতিটি পরমাণু কোন অবস্থায় থাকতে চায়?
উত্তরঃ নিষ্ক্রিয়।

৫৭. মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তরঃ ইলেকট্রন বিন্যাস।

৫৮. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?
উত্তরঃ ১০টি।

৫৯. ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ৮, ৮, ২।

৬০. ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ৮, ৫।

৬১. ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটোপ?
উত্তরঃ হাইড্রোজেন।

৬২. ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে?
উত্তরঃ ১৭টি।

৬৩. ভরসংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তরঃ A.

৬৪. পারমাণবিক সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তরঃ Z.



৬৫. হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ১।

৬৬. কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
উত্তরঃ ডেমোক্রিটাস।

৬৭. কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভরের ধারণা দেন?
উত্তরঃ ডাল্টন।

৬৮. আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তরঃ ২, ৮, ৮।

৬৯. সিলিকনের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ ১৪।

৭০. ক্যালসিয়াম ফসফেটের পরমাণু কতটি?
উত্তরঃ ১৩টি।

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.