চিংড়ি মাছ কোন পর্বের প্রাণী? চিংড়ি এর বৈশিষ্ট্য?

চিংড়ি মাছ কোন পর্বের প্রাণী? চিংড়ি এর বৈশিষ্ট্য?

চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। চিংড়ি হলো আর্থ্রোপোডা পর্বের ম্যালাকোস্ট্রাকা ক্লাসের অমেরুদণ্ডী প্রানী। চিংড়ি মাছ নাকি পোকা তা নিয়েও অনেক মতাবাদ রয়েছে।

চিংড়ির বৈশিষ্ট্য সমূহঃ

  1. দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
  2. নরম দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে।
  3. এদের মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
  4. এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।

চিংড়ির মধ্যে বাগদা ও গলদা খুব বিখ্যাত।

চিংড়ি মাছ নাকি পোকা?

সাধারণত আমরা চিংড়িকে মাছ এবং পোকা বলে থাকি। চিংড়িকে মাছ বলা হয় না যে সকল কারনে তা হলো এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী অন্যদিকে মাছ হলো কর্ডাটা শ্রেণীর অস্টিকথিস শ্রেনিভুক্ত। আবার মাছের শরীরে/দেহে সাইক্লোয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরণের আঁইশ দ্বারা আবৃত থাকে কিন্তু চিংড়িতে তা অনুপস্থিত।

মাছের মাথার দুপাশে চারজোড়া ফুলকা থাকে; যা কানকো দিয়ে ঢাকা থাকে অন্যদিকে চিংড়ির কোনও প্রকার ফুলকা নেই। উপরের মাছের সকল বৈশিষ্ট্য চিংড়ির সাথে অমিল হওয়ার কারনে চিংড়িকে মাছ বলা হয় না।

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.