বিশ্বে তামাক উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?

বিশ্বে তামাক উৎপাদনে শীর্ষ দেশ চীন।

চীন তামাকের বৃহত্তম উৎপাদক এবং গ্রহক উভই বিশ্বে প্রথম। ধারনা করা হয় যে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন চীনা তামাক ব্যবহার করে থাকে। চীনে প্রতিদিন শুধু ধুমপানজনিত কারনে প্রায় ২০০০ মানুষ মারা যান। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তামাক চীনের জন্য একটি লাভজনক উৎস।

নিম্নে বিশ্বের শীর্ষ ৫টি তামাক উৎপাদনের দেশের নাম দেওয়া হলো;

ক্রমিক দেশের নাম
১. চীন
২. ভারত
৩. ব্রাজিল
৪. যুক্তরাষ্ট্র
৫. ইউরোপিয়ান ইউনিয়ন

আরও পড়ুন:

অস্ত্র রপ্তানিতে শীর্ষতম দেশ কোনটি?

রূপা উৎপাদনে শীর্ষতম দেশ কোনটি?

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.