সমন্বয় ও নিঃসরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর?

সমন্বয় ও নিঃসরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সমন্বয় ও নিঃসরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেখে নিনঃ

১. নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
উত্তরঃ বৃক্ক।

২. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি/কোনটি?
উত্তরঃ ‍বৃক্ক।

৩. উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনের নাম কি?
উত্তরঃ ফ্লোরিজেন।

৪. মস্তিষ্কের প্রধান অংশের নাম কি?
উত্তরঃ মস্তিষ্কের প্রধান অংশের নাম হলো গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম।

৫. নিউরন কি?
উত্তরঃ স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককই হচ্ছে নিউরন।

৬. ফ্লোরিজেন কি বা ফ্লোরিজেন কাকে বলে?
উত্তরঃ ফ্লোরিজেন হলো এক প্রকার হরমোন, যা পাতায় উৎপন্ন হয়।

৭. কোষ দেহ কি?
উত্তরঃ কোষ দেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ।

৮. লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি?
উত্তরঃ লঘু মস্তিষ্কের প্রধান কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা।

৯. স্নায়ুতন্ত্রের চালক কে?
উত্তরঃ স্নায়ুতন্ত্রের চালক হচ্ছে মস্তিষ্ক।

১০. পাতায় উৎপন্ন হরমোনের নাম কি?
উত্তরঃ পাতায় উৎপন্ন হরমোনের নাম ফ্লোরিজেন।

১১. প্রতিবর্ত কি?
উত্তরঃ তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোন অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম হলো প্রতিবর্ত ক্রিয়া।

১২. মানবদেহের ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে?
উত্তরঃ ইউরিয়া।

১৩. বীজের সুপ্তাবস্থা কাচাতে সাহায্য করে কোনটি?
উত্তরঃ জিব্বেরেলিন।

১৪. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোনটির প্রভাবে?
উত্তরঃ অক্সিন।

১৫. মানব মস্তিষ্কের প্রধান অংশগুলো কি কি?
উত্তরঃ থ্যালামাস ও হাইপোথ্যালামাস।



১৬. ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়?
উত্তরঃ পাতায়।

১৭. নিউরন কোষ বিভাজিত হয় না কেন?
উত্তরঃ সেন্ট্রিওল নেই।

১৮. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তরঃ নিউরন।

১৯. কোনটিকে মূত্র উৎপাদনের কারখানা বলা হয়?
উত্তরঃ কিডনি।

২০. মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
উত্তরঃ ৩টি।

২১. নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ CO² থাকে?
উত্তরঃ ৪ ভাগ।

২২. কোন হরমোন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়?
উত্তরঃ অক্সিন।

২৩. দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা কোনটির প্রধান কাজ?
উত্তরঃ স্নায়ুকোষ।

২৪. ফল, ফুল, বীজ, পাতা ও মূলে কোন হরমোনটি দেখা যায়?
উত্তরঃ ইথিলিন।

২৫. উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইন্ডোল অ্যাসেটিক এসিড।

২৬. মস্তিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?
উত্তরঃ মেডুলা।

২৭. বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি?
উত্তরঃ ইথিলিন।

২৮. আম ঝড়ে পড়ার জন্য দায়ী কোনটি?
উত্তরঃ ইথিলিন।

২৯. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে?
উত্তরঃ অ্যাবসাইসিক এসিড।

৩০. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইথিলিন।



৩১. ছোট দিনের উদ্ভিদ এর একটি উদাহরণ?
উত্তরঃ চন্দ্রমল্লিকা।

৩২. স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে কোনটির মাধ্যমে পরিবাহিত হয়?
উত্তরঃ সিন্যাপস।

৩৩. মস্তিষ্কের যোজক বলা হয় কোনটিকে?
উত্তরঃ পনস।

৩৪. ক্রেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি?
উত্তরঃ ২টি।

৩৫. ফলের অকালে ঝড়ে পড়া রোধ করে কোনটি?
উত্তরঃ অক্সিন।

৩৬. গুরু মস্তিষ্কের বহিঃস্তরের বর্ণ কেমন?
উত্তরঃ ধূসর।

৩৭. দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি?
উত্তরঃ লঘু মস্তিষ্ক।

৩৮. গ্যাসীয় হরমোন কোনটি?
উত্তরঃ ইথিলিন।

৩৯. বহুকোষী প্রাণীর পৌন্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে?
উত্তরঃ ইলিয়াম বলে।

৪০. গুরুমস্তিষ্কের উপরিভাগ অংশকে গ্রে ম্যাটার বলা হয় কেন?
উত্তরঃ দেখতে ধূসর বর্ণের।

৪১. ক্রোধ, লজ্জা, গরম ও নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করে কে?
উত্তরঃ গুরু মস্তিষ্ক।

৪২. স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে কি বলে?
উত্তরঃ নিউরন।

৪৩. কোন অঙ্গটি ছাঁকনির কাজ করে?
উত্তরঃ বৃক্ক।

৪৪. মেরুরজ্জুর কোনটির ভিতর দিয়ে অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র একস্থান থেকে অন্যস্থানে যায়?
উত্তরঃ শ্বেত পদার্থ।

৪৫. সমগ্র স্নায়ুতন্ত্রের চালক কোনটি?
উত্তরঃ মস্তিষ্ক।



৪৬. নিউরনে কোনটি থাকে না?
উত্তরঃ সেন্ট্রিওল।

৪৭. শাখাকলমে মূল উৎপাদনে সাহায্য করে কোনটি?
উত্তরঃ অক্সিন।

৪৮. মানবদেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য নিষ্কাশনে দেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
উত্তরঃ বৃক্ক।

৪৯. নিউরনের প্রধান অংশের নাম কি?
উত্তরঃ কোষ দেহ।

৫০. কে প্রথম ‘অক্সিন’ হরমোন আবিষ্কর করেন?
উত্তরঃ চার্লস ডারউইন।

৫১. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
উত্তরঃ ৩টি।

৫২. মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন ও খাদ্য গ্রহণ করে?
উত্তরঃ মেডুলা।

৫৩. কোন হরমোনটি পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে?
উত্তরঃ ফ্লোরিজেন।

৫৪. কোষ দেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কি বলে?
উত্তরঃ অ্যাক্সন।

৫৫. আমাদের নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে?
উত্তরঃ ৪ ভাগ।



৫৬. মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কি?
উত্তরঃ মেনিনজেন।

৫৭. দেহকোষের শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিভাবে ফুসফুসে যায়?
উত্তরঃ রক্তের মাধ্যমে।

৫৮. মূত্রের মাধ্যমে নিষ্কাশিত নাইট্রোজেনঘটিত বর্জ্যের পরিমাণ কত?
উত্তরঃ ৮০%।

৫৯. কোন ক্রিয়ার ফলে দেহে ইউরিয়া তৈরি হয়?
উত্তরঃ বিপাক।

৬০. দেহের বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তরঃ রেচন।

৬১. মেরুরজ্জুর শ্বেতপদার্থ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাইরে।

৬২. মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?
উত্তরঃ মেরুদণ্ডে।

৬৩. স্নায়ুতন্ত্রের চালক হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
উত্তরঃ মস্তিষ্ক।

৬৪. গুরুমস্তিষ্কের অন্তঃস্তরের সাথে কোনটি সম্পর্কিত?
উত্তরঃ স্নায়ুতন্তু।

৬৫. কোনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ গুরুমস্তিষ্ক।



৬৬. অ্যাক্সনের উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ কোষদেহে।

৬৭. অ্যাক্সনের আকৃতি কিসের মতো?
উত্তরঃ সুতা।

৬৮. অ্যাক্সন ডেনড্রনের সাথে কোথায় মিলিত হয়?
উত্তরঃ সাইন্যাপসে।

৬৯. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তুটি কি?
উত্তরঃ হরমোন।

৭০. আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ অক্সিন।

Related posts

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.