ঢাকার সেরা ১০টি সরকারি কলেজের তালিকা জেনে নিন। ভালো ও মানসম্মত পড়াশোনার জন্য দেশের সরকারি কলেজ সমূহ খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ঢাকার মধ্যে অনেকগুলি সরকারি কলেজ রয়েছে যেগুলি দেশের শীর্ষস্থানীয় কলেজের তালিকায় রয়েছে। ভালো ফলাফল ও উন্নত শিক্ষা পরিবেশের জন্য একটি মানসম্মত কলেজ বেছে নেওয়া খুবই কার্যকরী সিদ্ধান্ত।
শীক্ষার্থীরা এসএসসি পাশের পরেই নানা সিদ্ধান্ত হীনতায় ভোগে যে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষার কোন কজেলে ভর্তি হবে? কোন কলেজটি তার জন্য উপযোগী হবে? কোন কলেজে ভর্তি হলে ভালো ফলাফল হবে? আর আর্থিক বিষয়টাও রয়েছে। আপনারা জানেন যে, সরকারি কলেজগুলিতে পড়াশোনার খরচ তুলনামূলক কম হয়ে থাকে যেখানে বেসরকারি ও আধা-সরকারি কলেজসমূহে পড়াশোনার খরচ অনেক বেশি হয়ে থাকে।
ঢাকা শহরের সরকারি কলেজসমূহের পড়াশুনার মান ভালো পাশাপাশি খরচের পরিমানও কম, তাই দেশের বিভিন্ন স্থান থেকে শীক্ষার্থীরা এই কলেজ সমূহে ভর্তির আবেদনের প্রথম লিস্টে রাখে। তাছাড়া, মানসম্মত পড়াশোনার জন্য দেশের সকল সরকারি প্রতিষ্ঠানই শীক্ষার্থীদের জন্য উপযুক্ত।
ঢাকার সেরা ১০টি সরকারি কলেজের তালিকা:
১. ঢাকা কলেজ:
ঢাকা কলেজটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৮৪১ খ্রিষ্টাব্দের ২০ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা শহরের মধ্যে ঢাকা কলেজ একটি নামকরা শীর্ষস্থানীয় কলেজ। ঢাকা কলেজে শুধু ছেলেরা অংশগ্রহণ বা ভর্তি হতে পারবে।
ঠিকানা: মিরপুর রোড, নিউমার্কেট, ধানমন্ডি, ঢাকা ১২০৫.
ওয়েবসাইট: www.dhakacollege.edu.bd
ই-মেইল: info@dhakacollege.edu.bd
২. কবি নজরুল সরকারি কলেজ:
কবি নজরুল সরকারি কলেজটি ১৮৭৪ সালে স্থাপিত হয়েছে। এটি দেশের প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কলেজটির প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ মহসিন। ক্যাম্পাসটি ঢাকার দক্ষিণ-পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক বিপরীতে মিউনিসিপ্যালিটি স্ট্রিটে অবস্থিত।
ঠিকানা: 1 No, Municipality Street, Dhaka 1100
ওয়েবসাইট: https://kabinazrulcollege.gov.bd/
ই-মেইল: principal@kabinazrulcollege.gov.bd
৩. সরকারি বাঙলা কলেজ:
কলেজটি ১৯৬২ সালের ১ অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিন্সিপাল আবুল কাসেম সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন। সরকারি বাঙলা কলেজটি ঢাকা মেগা সিটির উত্তর-পশ্চিম কোণে মিরপুর দারুস-সালাম রোডের পশ্চিম পাশে নিরিবিলি ও কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।
ঠিকানা: Govt. Bangla College, Mirpur, Dhaka
ওয়েবসাইট: https://www.sarkaribanglacollege.gov.bd/
ই-মেইল: gbcmirpur@gmail.com
৪. বেগম বদরুন্নেসা সরকারি মাহিলা কলেজ:
বেগম বদরুন্নেসা সরকারি মাহিলা কলেজটি ১৯৪৮ সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এই কলেজের একজন প্রাক্তন ছাত্রী। কলেজটি ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।
ঠিকানা: 7 Bakshi Bazar, Dhaka-1211. Bangladesh.
ওয়েবসাইট: https://www.bbggc.gov.bd/
ই-মেইল: principal@bbggc.gov.bd
৫. টংগী সরকারি কলেজ:
টংগী সরকারি কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৮৮ সালের ৪ জানুয়ারি জাতীয়করণ করা হয়েছে। টংগী সরকারি কলেজ বাংলাদেশের গাজীপুর সদর উপজেলা এর টঙ্গীতে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
ঠিকানা: কলেজ রোড,টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ
ওয়েবসাইট: http://tgco.edu.bd/
ই-মেইল: tongigovtcollege72@gmail.com
৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ:
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজটি পুরান ঢাকার ঐতিহাসিক বিখ্যাত বাহাদুরশাহ পার্কের পূর্ব পাশে লক্ষ্মীবাজারে অবস্থিত। বর্তমান সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১১ নভেম্বর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এই কলেজের নাম ছিল কায়েদ-ই-আজম কলেজ। পরবর্তীতে ১৯৭২ সালে কলেজটির নাম পরিবর্তন করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ করা হয়।
ঠিকানা: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মী বাজার, ঢাকা 1100।
ওয়েবসাইট: http://www.gsscdhaka.edu.bd/
ই-মেইল: govsscdhk_college@yahoo.com
৭. ধামরাই সরকারি কলেজ:
ধামরাই সরকারি কলেজটি ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান। কলেজটি ১৯৭২ সালে স্থাপিত হয়েছে।
ঠিকানা: ধামরাই উপজেলা, থানা রোড, ঢাকা, ১৩৫০
ওয়েবসাইট: http://www.dhamraigovtcollege.gov.bd/
যোগাযোগ: ইমেইল
৮. সরকারি বিজ্ঞান কলেজ:
সরকারি বিজ্ঞান কলেজটি ঢাকা শহরের ফার্মগেট এলাকায় অবস্থিত। কলেজটি পূর্বে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ নামে ছিল। প্রতিষ্ঠানটি ১৯৫৪ সালে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে। এবং পরবর্তীতে ১৯৮৫ খ্রিস্টাব্দে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।
ঠিকানা: সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা -১২১৫
৯. মোহাম্মদপুর সরকারি কলেজ:
প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য ৪০০টি, ব্যবসায় বিভাগের জন্য টি ৪০০এবং মানবিক বিভাগরে জন্য ২০০টি মোট টি আ১০০০টি আসন রয়েছে। বিষয়ভিত্তিক পাঠদানের পাশাপাশি, কলেজের সর্ব-অন্তর্ভুক্ত কার্যক্রমের মধ্যে বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকানা: সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা
ওয়েবসাইট: http://www.mgcdhaka.edu.bd/
যোগাযোগ: ০২-৪৮১২০৯২১
১০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়,ঢাকা
কলেজটি বাংলাদেশের ঢাকার বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত একটি কলেজ। প্রতিষ্ঠানটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
ঠিকানা: আসকোনা বাজার ও আসকোনা হজ্জ্বক্যাম্প সংলগ্ন দক্ষিণখান রোড, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০২-৪৮৯৬৪৮৮০
ইমেইল: jjbbsmr.govt.college@gmail.com
ওয়েবসাইট: https://www.jjbbsmrgc.edu.bd/
আরো পড়ুন:
RTS এর পূর্ণরুপ কি ব্যাখ্যা কর?
GIF এর পূর্ণরুপ কি বিস্তারিত জানতে চাই?
ঢাকার এই কলেজগুলোর সুনাম শুনেছি নটরডেম কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা কমার্স কলেজ, তিতুমীর কলেজ … আপনার কি ধারনা?
আপনার দেওয়া কলেজগুলিও শিক্ষার্থীদের জন্য মানসম্মত প্রতিষ্ঠান। এখানে নটরডেম কলেজ একটি বেসরকারি প্রতিষ্ঠান।